ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

0
353

খবর ৭১: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিশাল মিছিল সহকারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন বিএনপি নেতারা। এর আগে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা জানানো শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন তারা।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জয়নাল আবদীন ফারুক, এনাম আহমেদ চৌধুরী, আব্দুস সালাম, আবুল খায়ের ভূইয়া, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সহ-সাংগঠনিক সম্পাদক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের নেত্রী হেলেন জেরিন খান, যুবদলের মোরতাজুল কবির বাদরু, রফিকুল আলম মজনু, গোলাম মওলা শাহিন, ছাত্রদলের মামুনুর রশিদ মামুন, আসাদুজ্জামান আসাদ, এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান, আলমগীর হাসান সোহান, ইছাহাক সরকার অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যান্যবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেও দলটির চেয়ারপারসন কারাগারে থাকায় এবার দ্বিতীয় প্রহরে আসেন দলটির নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here