ভালুকায় পুলিশভ্যানে ধাক্কা লাগায় সংঘর্ষ, দুই পুলিশ সদস্যসহ শতাধিক আহত

0
448

খবর৭১ঃ শিল্প পুলিশের ভ্যানে একটি গণপরিবহনের ধাক্কা লাগাকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার সিডষ্টোর বাজারে স্থানীয়দের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ প্রায় শতাধিক আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় ইফতারের সময় উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডষ্টোর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা একত্রিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ৩ ঘণ্টা অবরোধ করে রাখে।

এসময় তারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে শিল্প পুলিশের ভ্যানে একটি গণপরিবহনের ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই শিল্প পুলিশের সাথে স্থানীয় লোকজনের কথা কাটাকাটি হয়।

পরে ওই দুই পুলিশ সদস্য তাদের সহকর্মীদের জানালে সাদা পোশাকে একদল পুলিশ ইফতারের মুহূর্তে বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালায়। পরে ব্যবসায়ীরা একত্রিত হয়ে পুলিশকে পাল্টা ধাওয়া করলে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা একত্রিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ৩ ঘণ্টা অবরোধ করে রাখে।
ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে ময়মনসিংহ পুলিশ সুপার আবিদ হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের আশ্বাসে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেয়।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মাজাহারুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তীতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here