ভারত সামলাতে দলে সুযোগ পেলেন সাব্বির!

0
322

খবর ৭১:শ্রীলংকায় অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে সোমবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফেরানো হয়েছে সাব্বির রহমান রুম্মনকে। সীমিত ওভারের ক্রিকেটের মারমুখী এ ব্যাটসম্যান সম্প্রতি ঘরের মাঠে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি। যে কারণে শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।

৮ মার্চ থেকে শ্রীলংকার কলম্বোয় শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে দলে ফেরানো হয়েছে রুম্মনকে। জাতীয় দলের এই অলরাউন্ডারকে দলে ফেরানো প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর যুক্তি, ‘গত এক বছরে ওর টি-টোয়েন্টি রেকর্ডে দেখবেন, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান ওর। সেই হিসেবে ওকে দলে নেয়া। তাছাড়া ওর বিদেশে খেলার অভিজ্ঞতাও যথেষ্ট। তাছাড়া অভিজ্ঞ দলের বিপক্ষে খেলা। ভারত আছে, এজন্যই ওকে দলে নেয়া।’

টি-টোয়েন্টির ৩৪ ম্যাচ খেলে ২৬.৬৪ গড়ে ৭৪৬ রান করেন সাব্বির। ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটে সর্বোচ্চ গড় রান তোলার দিক থেকে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তৃতীয় রুম্মন। ৩২.২৭ গড়ে রান তুলে সবার উপরে আছেন জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে বর্তমানে বিদেশ সফরে আছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাব্বির। সম্প্রতি অফ ফর্মে থাকলেও পিএসএলে খেলে ফর্মে ফিরবেন এমনটাই প্রত্যাশা প্রধান নির্বাচকের, ‘ও পিএসএল খেলতে গেছে। আশা করি সেখানে খেলে ফর্মে ফিরবে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here