ভারত-পাকিস্তান যুদ্ধে’ অংশ নিতে সেনাপ্রধানের অনুমোদন চেয়েছেন পাকিস্তানের এক বিচারপতি

0
416

খবর৭১:ভারত-পাকিস্তান যুদ্ধে’ অংশ নিতে সেনাপ্রধানের অনুমোদন চেয়েছেন পাকিস্তানের এক বিচারপতি। তিনি পাকিস্তানের সেনাপ্রধানের উদ্দেশে একটি আনুষ্ঠানিক চিঠি লিখেছেন।

ওই বিচারপতি হলেন, পাকিস্তানের আহমেদপুর সিয়ালের অতিরিক্ত জেলা ও সেশন কোর্টের জজ মোহাম্মদ আমির হাবিব।

চিঠিতে ওই বিচারপতি বলেছেন, আজাদ জম্মু-কাশ্মিরে ৮৩৩ মুজাহিদ মিডিয়াম রেজিমেন্টে একজন ক্যাপ্টেন হিসেবে পাকিস্তান সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন।

ওই চিঠিতে তিনি লিখেছেন, পাকিস্তানের এই প্রয়োজনের সময়ে আমি জাতির সেবা করতে চাই এবং শাহাদাৎ বরণ করতে চাই। পাকিস্তান সীমান্তে সেবা দিতে দিতে আমি শাহাদাৎ বরণ করবো।

তার এই চিঠিটি জেলা ও সেশন জজ, লাহোর হাই কোর্ট রেজিস্ট্রারের মাধ্যমে পাঠিয়ে দেয়া হয়েছে সেনা সদর দফতরে।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় আত্মঘাতী হামলায় দেশটির কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর (সিআরপিএফ) ৪০ সদস্য নিহত হওয়ার পর দুই দেশের মাঝে চরম উত্তেজনা শুরু হয়।

কিন্তু পুলওয়ামা আত্মঘাতী হামলায় পাকিস্তানের কোনও ভূমিকা নেই বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেছেন, ভারত ওই হামলার যথাযথ প্রমাণ দিলে ব্যবস্থা নেবে পাকিস্তান। যদি ভারত হামলা চালায় তাহলে তার পাল্টা হামলাও চালাবে পাকিস্তান বলে জানিয়ে দিয়েছে ইমরান খান।

এর পর ২৫ ফেব্রুয়ারি সোমবার রাত ৩টার দিকে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তান সীমান্তে বিমানহামলা চালায়।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here