ভারত থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার

0
231

খবর৭১:প্রতিবেশী ভারত থেকে আরও ১.৮ বিলিয়ন ডলারের ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে ভারতের বিদ্যুৎ সরবরাহ সংস্থা পিটিসি ইন্ডিয়া’র সঙ্গে দুটি চুক্তি করেছে সরকার। বিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ড (বিপিডিবি) চুক্তিগুলো করে।

এ বিষয়ে পিটিসি ইন্ডিয়া একটি বিবৃতি দিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। পিটিসি’র বিবৃতিতে বলা হয়েছে, এই প্রতিষ্ঠানটির সঙ্গে আগে থেকেই বাংলাদেশ সরকারের ২৯০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চুক্তি রয়েছে। এর বাইরে আরও ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের জন্য বৃহস্পতিবার ‍দুটি চুক্তি করা হয়।

‘মেয়াদী ও ১৫ বছরের জন্য দীর্ঘ মেয়াদী চুক্তিগুলো করা হয়। ৯ অক্টোবর সই হওয়া চুক্তিগুলোর মোট আর্থিক মূল্য ১.৮ বিলিয়ন ডলার।’

এতে আরো বলা হয়, স্বল্পমেয়াদি চুক্তি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হবে ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিসট্রিবিউশন কোম্পানি’র মাধ্যমে। আর দীর্ঘ মেয়াদী চুক্তি অনুযায়ী মিনাক্ষী এনার্জি লি.-এর আমদানিকৃত কয়লা বিদ্যুৎ প্রকল্প থেকে সরবরাহ করা হবে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here