ভারতে মিলল শতকোটি টাকার বিছানা

0
336

খবর৭১:আগের যুগের মানুষ নিজেদের সোনার গহনা, টাকা-পয়সা ডাকাতের হাত থেকে রক্ষা করতে মাটির কিংবা অন্য কোনো পাত্রে পুরে পুঁতে রাখতো। তবে অনেকেই চৌকির নিচের দিকে ড্রয়ার করেও দামি জিনিসপত্র লুকিয়ে রাখতো।

আজকের দিনে এসে বেশিরভাগ মানুষ বাড়িতে টাকা না রেখে ব্যাংকে রেখে আসেন। এক্ষেত্রে নিজের, স্ত্রীর, ছেলেমেয়ের নামে বেশ কয়েকটি করে অ্যাকাউন্ট খোলার কথাও জানা গেছে।

তাই বলে শত কোটি টাকা এই সময়ে এসেও যে কেউ বাড়িতে রেখে দেয়, তা অবাক করার মতোই। কিন্তু ভারতের উত্তর প্রদেশের কানপুরে সে রকম ঘটনাই ঘটেছে। শতকোটি রূপির বিছানার খোঁজ পেয়েছে রাজ্য পুলিশ।

জানা গেছে, ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ওই সম্পদের হদিস বের করেছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার কর্মকর্তাদের নিয়ে গত বুধবার পুলিশ সদস্যরা কানপুরের এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান শুরু করেন। অভিযানে বিপুল পরিমাণ অর্থের হদিস পান তারা।

পুলিশ জানিয়েছে, অশোক ক্ষেত্রি নামে এক ব্যক্তির বাড়িতে প্রচুর বাতিল নোট মজুত রয়েছে বলে জানতে যায়।

পরে গত বুধবার তল্লাশি চালানো হলে বাতিল নোটগুলো নজরে আসে। মাটির ওপর পলিথিন বিছিয়ে তার ওপর বিছানার মতো করে রুপিগুলো রাখা ছিল।
চার থরে সাজানো নোটের সবই বাতিল পাঁচশ ও এক হাজার রূপির। ২০১৬ সালের নভেম্বরে নোটগুলো বাতিল ঘোষণা করা হয়।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here