ভারতের ২০ আইনপ্রণেতা বরখাস্ত

0
290

খবর৭১:ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ লাভজনক পদে থাকায় দেশটির দুর্নীতি বিরোধী আম আদমি দলের ২০ আইনপ্রণেতাকে বরখাস্ত করাকে স্বাগত জানিয়েছে বিজেপি ও কংগ্রেস।

পার্লামেন্টারি সেক্রেটারি হিসেবে লাভজনক পদ ধরে রাখায় দিল্লী বিধান সভার এ ২০ আইনপ্রনেতাকে নির্বাচন কমিশন অযোগ্য ঘোষণা করার দু’দিন পর রবিবার প্রেসিডেন্ট এমন পদক্ষেপ নিলেন।
৭০ আসন বিশিষ্ট এ কক্ষে ৬৬ টি আসন পাওয়ায় দিল্লীতে আম আদমি দলের সরকারের জন্য এটি তাৎক্ষণিকভাবে কোনো হুমকি সৃষ্টি করবে না। এসব আসনে তাদের অযোগ্য ঘোষণার ছয়মাসের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে আম আদমি দল তাদের আইনপ্রনেতাদের অযোগ্য করার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে। অপরদিকে ভারতের ক্ষমতাসিন ভারতীয় জনতা পার্টি এবং প্রধান বিরোধী দল কংগ্রেস এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here