ভারতের লাল কেল্লাও দখল করব: পাক মন্ত্রী

0
317

খবর৭১ঃনিজেদের চার প্রদেশের পাশাপাশি আরও অনেক কিছুর ওপর আধিপত্য কায়েম রাখার ক্ষমতা রয়েছে পাকিস্তানের। ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লাও একদিন পাকিস্তানের দখলেই থাকবে।

বৃহস্পতিবার একটি টুইটে এ মন্তব্য করেন পাকিস্তানের সংসদবিষয়ক প্রতিমন্ত্রী আলি মোহাম্মদ খান। ব্রিটেনে কাশ্মীর প্রসঙ্গে পাক ক্রিকেটার শহীদ আফ্রিদির বিতর্কিত মন্তব্যের জবাবে এ কথা বলেন তিনি। আনন্দবাজার এক প্রতিবেদনে এমন তথ্য জানায়।

লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টে পাক শিক্ষার্থীদের উদ্দেশে নিজের দেশকে নিয়ে করা ৩৮ বছর বয়সী আফ্রিদির এ ধরনের মন্তব্যে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়া ভিভিওতে তিনি বলেন, ‘আমি বলছি, কাশ্মীরকে চায় না পাকিস্তান। তবে এটা ভারতকেও দেয়া যাবে না। কাশ্মীরকে স্বাধীন হতে দিন। এতে অন্তত মানবতা বাঁচবে। মানুষকে মরতে দেয়া যাবে না…পাকিস্তান কাশ্মীরকে চায় না…এমনকি চারটি প্রদেশকেও পরিচালনা করতে পারে না পাকিস্তান।’

আফ্রিদি বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানবতা। সেখানে মানুষ মারা যাচ্ছে, এটা কষ্টকর। যে কোনো মৃত্যুই কষ্টের, তা যে সম্প্রদায়েরই হোক না কেন।’

এর আগে ২০১৬ সালে আফ্রিদি বলেছিলেন, ‘কাশ্মীরের অনেক ভক্ত পাকিস্তানের ক্রিকেটকে সমর্থন করেন।’ তখন আফ্রিদির ওই টুইটের জবাবে ভারতীয়রা বলেন, ‘নিজের মাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টানতে ব্যর্থ পাকিস্তান। ২৬/১১ মুম্বাই হামলার পরিকল্পনাকারী হাফিজ সাইদকে নির্বিঘ্নে চলাফেরার সুযোগ দিয়েছে।’
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here