ভারতের নিরাপত্তাবাহিনীর আক্রমণে জম্মু ও কাশ্মিরের ৩ বিচ্ছিন্নতাবাদী নিহত

0
340

খবর৭১:ভারতের নিরাপত্তাবাহিনীর আক্রমণে জম্মু ও কাশ্মিরের তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। সোমবার ভোরে দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ জেলায় এরা নিহত হন।

এদিকে, এ ঘটনায় কাশ্মিরে বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে কর্তৃপক্ষ সেখানকার স্কুল-কলেজগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, নিহত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে দুজনকে সনাক্ত করা হয়েছে। নিহতদের একজন শ্রীনগরের সৌরা এলাকার ঈশা ফজিলি এলাকার বাসিন্দা। অপরজন দক্ষিণ কাশ্মিরের কোকেরনাগ এলাকার সৈয়দ ওয়াইস।

পুলিশ বলছে, সম্প্রতি সৌরা এলাকার একটি পুলিশ পোস্টে হামলার ঘটনায় নিহতদের একজন জড়িত ছিল বলে মনে করা হচ্ছে।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একে ৪৭ রাইফেল, পিস্তল ও হাতবোমা উদ্ধার করা হয়েছে। খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here