ভারতের কর্নাটকে মন্দিরের প্রসাদ খেয়ে ১২ জনের মৃত্যু

0
213

খবর৭১:ভারতের কর্নাটকে মন্দিরের প্রসাদ (বিশেষ খাবার) খেয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে আরো শতাধিক। শুক্রবার (১৫ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।

ভারতের কর্নাটকে মন্দিরের প্রসাদ (বিশেষ খাবার) খেয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে আরো শতাধিক। শুক্রবার (১৫ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসি জানায়, মন্দির থেকে দেওয়া প্রসা দে কেরোসিনের গন্ধ ছিল। খাবার পেটে পড়ার সঙ্গে সঙ্গে তাই প্রত্যেকের বমি ও পেট ব্যথা শুরু হয়। তবে মন্দির কর্তৃপক্ষ কেরোসিনের গন্ধ পাওয়ার অভিযোগ অস্বীকার করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এইচডি কুমারাস্বোয়ামি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি আক্রান্তদের যথাযথ চিকিৎসা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে মৃতদের প্রত্যেকের পরিবারের সদস্যদের পাঁচ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। রাজ্যের ছামারাজনগর জেলার মারাম্মা মন্দিরের প্রসাদে কোনো বিষ জাতীয় দ্রব্য ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্টরা। তাদের বক্তব্য, আমরা খাবারে নমুনা সংগ্রহ করেছি এবং তা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে এ প্রসাদ বিলি করা হয়। ডাক্তাররা ধারণা করছেন কীটনাশক জাতীয় কোনো বিষ খাবারে ছিল। সূত্র: বিবিসি
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here