ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের কোর্সে হ্যারি পটার!

0
247

খবর৭১:বিশ্ব মাতানো থ্রিলার হ্যারি পটার। জে কে রাউলিংয়ের লিখিত এই ফিকশন নিয়ে এর আগেও চলচ্চিত্র নির্মিত হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেস (এনইউজেএস) হ্যারি পটারকে কোর্সের অন্তর্ভুক্ত করেছে । কোর্সটির নাম, ‘অ্যান ইন্টারফেস বিটুইন ফিকশন লিটারেচার এন্ড ল’ : স্পেশাল ফোকাস অন রলিংস পটারভার্স’।

চতুর্থ ও পঞ্চম বর্ষের ছাত্রছাত্রীদের স্নাতক (বি.এ এলএলবি) কোর্সের অন্তর্ভুক্ত এটি। কাল্পনিক ঘটনার ক্ষেত্রে আইন কীভাবে কাজ করে বা কতটা কার্যকর তা জানার জন্যই মূলত এই কোর্স। এই কোর্সে হ্যারি পটারের বিভিন্ন গল্পে আইনের প্রভাব কতটা বা তা কীভাবে কার্যকর হয়েছে তা আলোচনা করা হবে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here