ভবিষ্যৎ প্রজন্মের বসবাসের উপযোগী একটি আধুনিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে এই বাজেট: নাসিম

0
541

খবর৭১ঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বাংলাদেশকে ভবিষ্যৎ প্রজন্মের বসবাসের উপযোগী একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য পূরণের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই বাজেট জাতির কাছে উপস্থাপন করেছেন।

আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের মুলিবাড়িতে নির্মাণাধীন শেখ হাসিনা ট্রমা হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মোহাম্মমদ নাসিম বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে বেশিবার বাজেট ঘোষণা করেছে আওয়ামী লীগ সরকার। জাতীয় সংসদে উত্থাপিত ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উন্নয়ন, গণমুখী ও জনবান্ধব।

তিনি বলেন, প্রবৃদ্ধির হার উচ্চাকাঙ্খিত হলেও অতীতের ধারাবাহিকতায় এটা অর্জন হবে। এ বাজেটে মানবসম্পদ উন্নয়ন, পোশাক শিল্প, চামড়া শিল্প খাতে যে প্রণোদনা দেওয়া হয়েছে তা প্রশংসনীয়। বাজেটে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং কৃষক ও শ্রমজীবী মানুষের ক্ষেত্রে যে সহযোগিতার কথা বলা হয়েছে তাতে দ্রুতই গ্রামগুলো শহরের আধুনিক রূপ পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here