বড় জয়ে সমতায় ফিরলো জিম্বাবুয়ে

0
389

খবর ৭১: আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয় নিয়ে সিরিজে ফিরলো জিম্বাবুয়ে। রোববার শারজায় আফগান্সিাতনের বিপক্ষে ১৫৪ রানে জয় কুড়ায় জিম্বাবুইয়ানরা। সিরিজের প্রথম ওয়ানডেতে ঠিক ১৫৪ রানেই জয় পেয়েছিল আফগানিস্তান। এতে দু’দলের স্কোরটাও ছিল কাকতালীয়ভাবে একরকম। আগের ম্যাচে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৩৩৩/৫। জবাবে ১৭৯ রানে গুড়িয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। আর রোববার আগে ব্যাটিংয়ে জিম্বাবয়ের সংগ্রহ পৌঁছে ৩৩৩/৫-এ। জবাবে ১৭৯ রানে অলআউট হয় আফগানিস্তান। জিম্বাবুয়ের ব্যাট হাতে ব্রেন্ডন টেইলর ১২৫ ও সিকান্দার রাজা করেন ৯২ রান। বল হাতে অধিনায়ক গ্রায়েম ক্রেমার ৪ ও পেসার টেনডাই চাতারা নেন তিন উইকেট। রোববার ম্যাচে বড় লজ্জার মুখে ছিল আফগানরা। দলীয় ১১৫ রানে নবম উইকেট খোয়ায় আফগানিস্তান। তবে ১০ নম্বরে ব্যাট হাতে ২৯ বলে হার না মানা ৪৭ রানের ইনিংস খেলেন দৌলত জাদরান। এতে দৌলত হাঁকান দুটি চার ও আধাডজন ছক্কা। ওয়ানডেতে দশ নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ডটি রবি রামপালের। ২০১১তে বিশাখাপত্তমে স্বাগতিক ভারতের বিপক্ষে ১০ নম্বরে ব্যাট হাতে হার না মানা ৮৬ রানের ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের এ ক্রিকেটার। তার ২০০৯এ আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৭৩ রানের রেকর্ড ছিল পাকিস্তানের ১০ নম্বর ব্যাটসম্যান মোহাম্মদ আমিরের।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here