ব্রেক্সিট চুক্তি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটির নতুন তারিখ ঘোষণা

0
490

খবর৭১:‌‌‌‌‌‌‌‌‌‌ব্রেক্সিট চুক্তি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটির নতুন তারিখ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। সোমবার (১৭ ডিসেম্বর) পার্লামেন্টে দেয়া বক্তব্যে তিনি বলেন, ২০১৯ সালের ১৪ জানুয়ারি ব্রেক্সিট ইস্যুতে ভোটাভুটি হবে।

তার আগে ৭ জানুয়ারি থেকে এ নিয়ে পার্লামেন্টে নতুন করে বিতর্ক করার সুযোগ থাকছে বলেও জানান তিনি। গেল সোমবার হাউজ অব কমন্সে চুক্তিটি পাস না হওয়ার আশঙ্কা থাকায় ভোট পেছানোর ঘোষণা দেন মে।
এদিকে পুনরায় ভোটের তারিখ ঘোষণা করায় থেরেসা মে’র কড়া সমালোচনা করেছেন বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার এ চুক্তি নিয়ে বাড়াবাড়ি করে ব্রিটেনকে জাতীয় সঙ্কটে ফেলেছেন মে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here