ব্রেক্সিট চুক্তি নিয়ে উত্তপ্ত যুক্তরাজ্য

0
240

খবর৭১:ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার খসড়া চুক্তি ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। মন্ত্রিসভায়ও চুক্তিটি অনুমোদন পেয়েছে।

এরপর খসড়া ব্রেক্সিট চুক্তিতে পার্লামেন্টের অনুমোদন পাওয়ার চেষ্টা করছেন। তবে সে প্রক্রিয়া মোটেই সহজ হচ্ছে না। বিষয়টি নিয়ে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ব্রিটিশ পার্লামেন্ট।
ব্রেক্সিট চুক্তির প্রতিবাদে একের পর এক মন্ত্রী, প্রতিমন্ত্রী পদত্যাগ করতে থাকেন। এতে পরিস্থিতি ক্রমে বদলে যাচ্ছে। চুক্তি বিষয়ে ব্রিটিশ প্রধামন্ত্রী তেরেসা মে বলেছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দিলেই ইউরোপ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিট সহজ হয়ে যাবে না। বরং এতে আরো বিলম্ব হতে পারে।

মে’র ব্রেক্সিট চুক্তি নিয়ে অসন্তোষের কারণে এমপিদের নতুন নেতৃত্বের দাবি জোরালো হতে থাকে। এরপরও মে নিজ অবস্থানে অনড় থেকে চুক্তিটির পক্ষ সমর্থন করে বলেন, এর আর কোনো বিকল্প নেই।
২০১৯ সালের ২৯ মার্চের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কথা রয়েছে যুক্তরাজ্যের।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here