ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

0
392

খবর ৭১: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন সোমবার পদত্যাগ করেছেন। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের সরে যাওয়া প্রশ্নে এর ফলে প্রধানমন্ত্রী থেরেসা মের সরকারের মধ্যে ক্রমবর্ধমান বিভক্তির রেশ ধরে তিনি পদত্যাগ করলেন। এর মাত্র এক দিন আগে বেক্সিট আলোচনার দায়িত্বে থাকা মন্ত্রী ডেভিড ডেভিসও পদত্যাগ করেছিলেন। মন্ত্রিসভার আরো কয়েকজন সদস্য পদত্যাগ করতে পারেন বলে আভাস পাওয়া গেছে। ফলে সরকার মারাত্মক সঙ্কটে পড়তে পারে।

প্রধানমন্ত্রীর মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, আজ বিকেলে প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বরিক জনসনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। শিগগিরই তার উত্তরসূরির নাম ঘোষণা করা হবে।
২০১৬ সালের জুনে ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে সরে যাওয়া নিয়ে অনুষ্ঠিত গণভোটে বেক্সিটের পক্ষে জনসন ছিলেন অন্যতম ব্যক্তিত্ব। তিনি সবসময়ই ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে সরে যাওয়ার পক্ষে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here