ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ঢাকায় আসছেন আজ

0
249

খবর৭১:রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন দু’ দিনের সফরে আজ শুক্রবার ঢাকায় আসছেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া বরিস জনসন রোহিঙ্গা শিবির পরিদর্শনের লক্ষ্যে কক্সবাজার সফর করবেন। তারপর তিনি মিয়ানমার সফরে যাবেন বলে ঢাকায় কূটনৈতিক সূত্রে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন বরিস জনসন। তারপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here