ব্রাজিলে প্রেসিডেন্ট পদপ্রার্থীকে ছুরিকাঘাত

0
212

খবর৭১ঃ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে নেতাকর্মীদের ভিড়ের মধ্যেই কট্টর ডানপন্থী দল সোশ্যাল লিবারেল পার্টির নেতা জাইর বোলসোনারোকে ছুরিকাঘাত করা হয়েছে।

বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিনাসে ৬৩ বছর বয়সী এ প্রার্থী হামলার শিকার হন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বর্তমানে তার অস্ত্রোপচার চলছে।

অতর্কিতে ন্যক্কারজনক এ হামলার পর পরই এক টু্ইটবার্তায় তার ছেলে ফ্লাবিয়ো বলেন, ‘আমাদের ভাবনার চেয়েও আঘাতটা গুরুতর। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি প্রায় মরতেই বসেছিলেন। দয়া করে প্রার্থনা করুন।’

তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বোলসোনারোর তলপেটে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।

এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী এডেলিয়ো অবিসপো ডি অলিভেইরাকে আটক করা হয়েছে। তাকে নিরাপদ স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিবিসি জানিয়েছে, যদিও বর্ণবাদ ও সমকামিতা নিয়ে বিরূপ মন্তব্যকারী এ রাজনীতিবিদের ওপর দেশটির অনেকেই বিরক্ত, তার পরও সাম্প্রতিক জনমত জরিপগুলোতে তার অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছিল।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here