ব্যাপক আয়োজনে ৪র্থ উন্নয়ন মেলার মধুখালীতে বিশাল শোভাযাত্রা

0
289
সালেহীন সোয়াদ সাম্মী,ফরিদপুর প্রতিনিধি :
আজ বৃহস্পতিবার সকালে উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ, উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ, উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র। শ্লোগানকে সামনে রেখে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার এক বিশাল শোভাযাত্রা বের করা হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দর সমন্বয়ে
ঢাক-ঢোল, কাশি-বাঁশি বিভিন্ন সাজ্জে সজ্জিত হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।
সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় ভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি দেখার জন্য উপজেলার হাজার হাজার মানুষ উপস্থিত থেকে
অনুষ্ঠানটি উপভোগ করেন।
মেলা উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বর প্রাঙ্গণে মেলার মঞ্চে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান
মোর‌্যা,ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধঅরন সম্পাদক মোঃ রেজাউৃল হক বকু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মনজুর হোসেন, সরকারি আইনউদ্দিন কলেজের
সহকারি অধ্যাপক প্রবীর কুমার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা অধির কুমার বিশ্বাস প্রমুখ। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তিনদিন ব্যাপী মেলায় বিভিন্ন দপ্তরের ৪৪টি স্টল রয়েছে। এছাড়া তিনদিন ব্যাপী বিভিন্ন
অনুষ্ঠানের মধ্যে কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, কবিতা পাঠের আসর, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, শেখ হাসিনার দশটি উদ্যোগ ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক আলোচনা এবং শিক্ষিত জাতি সমৃদ্ধ দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ বিষয়ক আলোচনা সভা এবং মেলার শেষ দিনে পুরস্কার বিতরণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here