ব্যাটিং বিপর্যয়ে শ্রীলংকা

0
403

খবর৭১ঃ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচখেলতে নেমে ৫৯ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলংকা ক্রিকেট দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাট হেনরির গতির মুখে পড়ে একের পর এক উইকেট হারায় শ্রীলংকা।

বিশ্বকাপের ১২তম আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি শ্রীলংকা ও নিউজিল্যান্ড। ইংল্যান্ডের কার্ডিপে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্বকাপে এর আগে ১০ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। এর মধ্যে ৬টিতে জয় পায় ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দল শ্রীলংকা।

অন্যদিকে বিশ্বকাপের সবশেষ আসরে প্রথমবারের মতো ফাইনালে খেলা নিউজিল্যান্ড জিতে ৪ ম্যাচে।

তবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এ পর্যন্ত উভয় দল ৯৮টি ম্যাচে মুখোমুখি হয়। এর মধ্যে ৪৮টিতে জয় পায় অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বে অবস্থিত ওশেনিয়ার দ্বীপ রাষ্ট্র নিউজিল্যান্ড।

আর দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র শ্রীলংকা জয় পায় ৪১ ম্যাচে। একটি ম্যাচ ড্র, ৮টি পরিত্যক্ত হয়।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ইংল্যান্ডের মাটিতে লড়াইটা খুব কঠিন। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই কাজটা যত দ্রুত করা যাবে, ততই বাড়বে জেতার সুযোগ।

শ্রীলংকান ক্রিকেট দলের অধিনায়ক দিমুথ করুনারত্নে বলেন, বিশ্বকাপ খেলতে নামার আগে আমাদের দেশের কিংবদন্তি ক্রিকেটাররা অনেক বেশি পরামর্শ দিয়েছেন। ইংল্যান্ডের আসার সময় বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাও আমাদের পরামর্শ দিয়েছেন। আমরা সেই পরামর্শ অনুসারে নিজেদের সেরাটা উজার করে দেয়ার চেষ্টা করব।

নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, টম ব্রান্ডেল, রস টেইলর, হেনরি নিকোলাস, জেমস নিশাম, মিসেল স্যান্টনার, লুকি ফার্গুনসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ম্যাট হেনরি, কলিন ডি গ্রান্ডহোম, টম লাথাম ও ইস সাউদি।

শ্রীলংকা: দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, সুরঙ্গা লাকমল, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুয়ান প্রদীপ, জীবন মেন্ডিস, থিসেরা পেরেরা, লাহিরু থিরিমান্নে, জেফ্রে ভার্নান্দেস, মিলিন্দা সিরিবর্ধনে, অভিস্কা ফার্নান্দো ও ধনাঞ্জয়া ডি সিলভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here