ব্যাটিংয়ের পর বোলিংয়েও ব্যর্থ সাকিবরা

0
565

খবর ৭১ঃ বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটা হলো লজ্জার। প্রথম ইনিংসে টসে হেরে স্বাগতিকদের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ৪৩ রানেই গুটিয়ে গেলো টাইগাররা। এর আগে, টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে সর্বনিম্ন স্কোর ছিল ৬২ রান। এই তো গেল ব্যাটিংয়ের অবস্থা।

বল হাতেও বাংলাদেশকে দেখা গেল একই অবস্থা। যে উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা যাওয়া আসার মিছিলে মেতে উঠল, সে উইকেটেই কীনা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের আউট করতে ঘাম ঝরাতে হলো। ফলে সাকিব বাহিনীর দিনটিই শেষ হলো রান দিয়ে, আর বল কুড়িয়ে।

অর্থাৎ প্রথম দিন শেষে ২ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে ১৫৮ রানের লিড নিয়েছে স্বাগতিকেরা। ৬৮ ওভারে দু ব্যাটসম্যান স্মিথ ও কাইরন পাওয়েলকে ফেরায় টাইগাররা। ৫৮ রান করেন স্মিথ। পাওয়েলের ব্যক্তিগত রান ৪৮।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here