ব্যাংকের অর্থ আত্মসাৎকারীরা মাটির নিচে থাকলে খুঁজে বের করতে হবে

0
706
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাইকোলজিস্ট নিয়োগে হাইকোর্টের রুল

খবর৭১ঃ হাইকোর্ট বলেছে, ব্যাংকে জনগণের আমানত গচ্ছিত থাকে। সেই আমানত যদি কেউ আত্মসাৎ করে তাহলে তা খুনের চেয়েও বড় অপরাধ। এই অপরাধের সঙ্গে যারা জড়িত তারা মাটির নিচে থাকলেও সেখান থেকে তাদেরকে খুঁজে বের করতে হবে। এরা কখনো ক্ষমা পেতে পারে না।

রবিবার দুর্নীতির একটি মামলার শুনানিকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত বলেন, যে কোন মূল্যে ব্যাংকের আত্মসাৎকৃত অর্থ উদ্ধার করতে হবে। প্রয়োজনে আসামিদের সম্পত্তি বিক্রি করে ব্যাংকের টাকা আদায় করতে হবে। অর্থ আত্মসাৎকারীরা দেশের জনগণের রক্ত চুষে খাচ্ছে। এদের কোন ক্ষমা নেই। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here