ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

0
316

খবর৭১:ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর উরজিত প্যাটেল। তবে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলা হলেও মোদী প্রশাসনের সঙ্গে মতবিরোধের জেরে তিনি পদত্যাগ করে থাকতে পারেন।

২০১৬ সালের ৪ সেপ্টেম্বর ব্যাংকের গভর্নরের দায়িত্ব নিয়েছিলেন পাটেল। এ পদে তার মেয়াদ শেষ হওয়ার কথা ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে। তবে তার আগেই পদত্যাগ করলেন তিনি। চলতি বছর এশিয়ায় ধস নামা মুদ্রাগুলোর মধ্যে রুপি অন্যতম। মোদী সরকার কেন্দ্রীয় ব্যাংকের অনেক সিদ্ধান্তেই সন্তুষ্ট ছিলেন না। এমনকি গত কয়েক মাসে সরকার অন্তত তিনবার কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার চেষ্টা করে বলে বিভিন্ন সময়ে ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here