বৈশাখী হাওয়ায় মেতেছে ইবি ২ কি.মি মঙ্গল শোভা যাত্রা

0
223

রুমি নোমান ইবি প্রতিনিধি:
উৎসব মুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উদযাপিত হচ্ছে বাঙালীর প্রাচীন উৎসব পহেলা বৈশাখ। এ উপলক্ষে তিনদিন ব্যাপি বৈশাখী উৎসব ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রাশিদ আসকারী এ মেলার উদ্বোধন করেন। বাংলা নববর্ষ উপলক্ষে তিনদিন ব্যাপি এ মেলায় ক্যাম্পাস অভ্যান্তরে দুইটি স্থানে ৯২টি স্টল বসানো হয়েছে।
একইসাথে বিশ্ববিদ্যালয়ের কাননে অবস্খিত বাংলা মঞ্চে চলছে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া পালাগান, সারিগান, লালন গীতি, বানরখেলা, লাঠিখেলা, ঘুুুড়ি উৎসবসহ নানা আয়োজনে পালিত হবে তিনদিনব্যাপী মেলা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে প্রায় দুই কি.মি ব্যাপী এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, স্বেচ্ছাসেবী সংগঠন নানান রঙে-ঢঙে সজ্জিত হয়ে স্ব-স্ব ব্যানারে অংশ গ্রহণ করেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অনুষ্ঠানস্থল বাংলা মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলের সঞ্চালনায় ও মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন বলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান। আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনদিন ব্যাপি এ মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে শুরু হয়ে চলবে রাত ৮ টা পর্যন্ত। মেলার শেষ দিন কেন্দ্রীয় ফুটবল মাঠে বিশ্ববিদ্যালয়ের শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সৃষ্টিশীল সংগঠন ‘বুনন’ এর আয়োজনে অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব।

খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here