বৈরী আবহাওয়ায় ধান নিয়ে সংকটে পড়েছেন কৃষকরা

0
244

জামালগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি::

কয়েক দিন ধরে বৈরী আবহাওয়ায় ধান নিয়ে সংকটে পড়েছেন কৃষকরা।গত শনিবার(২৮শে এপ্রিল) রাত থেকে ঝড় হাওয়া বজ্রপাত বৃষ্টির কারনে ধান কাটতে পারছেনা তারা।

এ বছর এমনিতেই হাওরে শ্রমিক সংকট। তারপরেও অাবহাওয়া খারাপ থাকায় থেমে থেমে কাজ করতে হচ্ছে কৃষক শ্রমিকদের।এ অবস্হায় জমিতে পাকা ধান নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকগণ।

আবার অনেক কৃষক রৌদ না থাকায় ধান শুকাতে পারছেনা।গুলি ধানে গেড়া আসতে শুরু করেছে।টানা বৃষ্টির কারনে কৃষিকাজ ব্যাহত হচ্ছে মারাত্মক ভাবে।

বন্যা পুর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রাপ্ত তথ্য অনুযায়ী (৩০এপ্রিল)সোমবার থেকে পরবর্তী ৭২ ঘন্টা(৩)দিনের সতর্ক বার্তায় সুনামগঞ্জ জেলায় মাঝারি ও ভারী বর্ষন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসময় ২৫০মিমি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।এতে নদীর পানি বৃদ্ধি পেতে পারে।অাকস্মিক বন্যার সম্ভাবনাও রয়েছে।

তাছাড়া অধিক বৃষ্টিপাতের ফলে হাওরের অভ্যান্তরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে হাওরের পাকা ধানের ক্ষতি সাধন করতে পারে।

কৃষকদের দ্রুত পাকা ধান কাটতে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে গত ২৬এপ্রিল সুনামগঞ্জ পওর বিভাগের নির্বাহি প্রকৌশলী অাবু বক্কর সিদ্দিক স্বাক্ষরিত সতর্ক বার্তা জারি করা হয়েছে।

অাবহাওয়া বার্তায় কৃষকরা সর্তক হওয়ায় তুলনা মুলক ক্ষতির পরিমাণ কম হবে বলে মনে করছেন সচেতন মহল।

তারপরেও কৃষকের চেষ্টা থেমে নেই।সুযোগ পেলেই কাচি হাতে ধান কাটছেন তারা।

পাগনার হাওরের কৃষক তাহের মিয়া বলেন,টানা কয়েক দিন ধরে বৃষ্টি টান্ডা বাতাস হওয়ায় ধান কাটতে পারছিনা।
আকাশে কালনী করলে বজ্রপাতের ভয়ে ছেলে পোলাসহ বাড়ীতে চলে আসি।

হালির হাওরের কৃষক রশিদ মিয়া বলেন,বৈরী আবহাওয়া আমার ১০ বিঘা জমির গুলি ধান নষ্ট হওয়ার উপক্রম দেখা দিয়েছে।

কৃষি অফিস সূত্রে জানাযায়, এবছর জামালগঞ্জ উপজেলার হাওর গুলোতে বোর ফসলের লক্ষ্যমাত্রা ছিল ২৫ হাজার ২ শত ৩০হেক্টর।লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ২৩ হাজার ৫শত ৭০হেক্টর।এবছর ধানের ফলন ভাল হয়েছে।এ পর্যন্ত অর্ধেক জমির ধান কাটা হয়েছে।

জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা(অ:দা:)কে এম বদরুল হক ফসল কাটার সময়ে প্রাকৃতিক দূর্যোগ চলমান থাকায় কৃষকদের পরামর্শ দিয়ে বলেন,জমির পাকা ধান দ্রুত কেটে ফেলতে হবে।এই অবস্হায় ৮০ভাগ ধান পেকে গেলে কেটে ফেলার পরামর্শ দেন।

তিনি বলেন বৃষ্টিপাতের সময় ধান নষ্ট হওয়া থেকে বাচাতে গুলি ধান বস্তা বন্দী করে পানিতে বিজিয়ে রাখলে ৩দিন ভাল রাখা যায়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here