বৈঠকে বসেছেন ২০ দলের শীর্ষ নেতারা

0
301

খবর৭১: বৈঠকে বসেছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা। শুক্রবার (৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টায় ২০ দলের নতুন সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে দলের চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে নজরুল ইসলাম খান সহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম, জাতীয় পার্টি (কাজী জাফর) মহাস‌চিব মোস্তফা জামাল হায়দার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম,সাধারণ সম্পাদকআমিনুর রহমান,এলডিপির মহাস‌চিব ড. রেদোয়ান আহমেদ, জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান, বাংলা‌দেশ ন্যাপের মহাসচি এম গোলাম মোস্তফা ভূইয়া, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান,ইমদাদুল হক চৌধুরী,ইসলামী ঐক্যেজোটের (একাংশ) চেয়ারম্যান আব্দুর রকিব, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাস‌চিব গেলাম মহিউদ্দিন ইকরাম, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান এ এইচ এম কারুজ্জামান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কম‌রেড সাঈদ আহমেদ প্রমুখ উপস্থিত আছেন।

বৈঠকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা, জোটের কর্মসূচি ২০ দলীয় জোটের সাংগঠনিক বিষয় এবং আসন্ন খুলনা ও গাজীপুর সিটি নির্বাচন নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here