বেলজিয়ামে অভিবাসীবিরোধী বিক্ষোভ

0
220

খবর৭১:বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ব্যাপক বিক্ষোভ করেছে হাজারো জনতা। জাতিসংঘের নতুন অভিবাসন চুক্তির বিরুদ্ধে এই বিক্ষোভ।
সোমবার ওই বিক্ষোভে অংশ নিয়েছে অন্তত সাড়ে পাঁচ হাজার মানুষ। অভিবাসন চুক্তিতে প্রধানমন্ত্রীর সমর্থনের বিরুদ্ধে এই প্রতিবাদ। জাতিসংঘের নতুন চুক্তিটি অভিবাসীবান্ধব হওয়ায় তা সমর্থন করেছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল।

পুলিশ বলছে, কট্টর ডানপন্থী দলগুলো এই বিক্ষোভের আয়োজক। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও পানি ছোড়ে। ৪০০-এর মতো বিক্ষোভকারী ইউরোপীয় কমিশনের ভবনে ঢুকে পড়ে। এরপর সেখান থেকে ৬৯ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ওই ভবনের সম্পদ নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।

বিক্ষোভকারীদের ব্যানারগুলোতে লেখা ছিল ‘আমাদের জনগণ সবার আগে’, ‘সীমান্ত বন্ধ করে দাও’, এমন অনেক স্লোগান।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here