বেলকুচিতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরনের সাফল্য অর্জন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
418

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশ হিসাবে উন্নতি হওয়ার সাফল্য অর্জন উপলক্ষে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলা চত্তর হতে একটি র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার উপজেলায় এসে শেষ হয়।
এরপর উপজেলা প্রকৌশলী জাকির হোসেনের উপস্হাপনায় উক্ত আলোচনার সভায় বেলকুচি
উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ। এছাড়াও উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন,বেলকুচি থানা আওয়ামীলীগের সভাপতি এ কে এম ইউসূফজী খাঁন, থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, সহকারী কমিশনার(ভূমি) আফসানা ইয়াসমিন, বেলকুচি থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদূর রহমান, , উপজেলা আনসার ও ভিডিপি মহিলা প্রশিক্ষক সুফিয়া খাতুন, প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল রহমান, প্রানী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ অরুনাংশ মন্ডল সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগন। আলোচনা শেষে প্রজেক্টরের মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরা হয়।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here