বেলকুচিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

0
264

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের বেলকুচিতে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ) কর্তৃক বাস্তবায়িত পিকেএসএফ এর অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচির কার্যক্রম বাস্তবায়নে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী রাজাপুর ইউনিয়নের চর সমেসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠানে ডরপ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আবুল মুনছুর ফকিরের সঞ্চালনায় ও সমাজসেবক চাঁন আলী মাষ্টারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল হাকিম প্রামানিক, প্যানেল চেয়ারম্যান নরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর, জুয়েল সরকার, সমাজসেবক মজনু আকন্দ, নান্নু মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সমৃদ্ধি কর্মসূচির সকল স্টাফ উপস্থিত ছিলেন। স্বাস্থ্যসেবা ক্যাম্পে ডাঃ শাহারিয়াত শুভ ও ডাঃ নুরে জান্নাত স্বপ্না দিনব্যাপী মেডিসিন ও গাইনী বিভাগের পুরুষ, মহিলা ও শিশুসহ ১৭৮ জন রোগীকে ফ্রি চিকিৎসাসহ প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here