বেলকুচিতে ছেলের ছুরির আঘাতে বাবা গুরুতর আহত

0
352

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে ছেলের ছুরি আঘাতে বাবা হামিদ মোল্লা (৬০) নামে আহত হয়েছেন বলে অভিযোগে উঠেছে। সোমবার রাত ১১টার দিকে বেলকুচি উপজেলার শেরনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত হামিদ মোল্লার ছেলের নাম নাজমুল হোসেন (৩৫)। আহত হামিদ মোল্লার ভাতিজা জয়নাল বলেন, রাতে বাড়িতে চাচা-চাচী ও তাদের ছেলে ও ছেলের বউ ছাড়া অন্য কেউ ছিল না। হঠাৎ করে কথাকাটাকাটি শুরু হয়। এক পযায়ে নাজমুল ছুরি বের করে আঘাত করতে থাকেন। এতে বুকের আঘাতে ঘটনাস্থলে মাঠিতে লুটি পড়ে।

এ সময় জয়নালের চিৎকারে স্থানীয় লোকজন ওই বাড়িতে ছুটে যান। তখন বাড়িতে হামিদ মোল্লা আহত অবস্থায় পড়ে ছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিক রেফার্ড করে এনায়েতপুর খাজা মেডিকেল হাসপাতালে পাঠান।

স্হানীয় লোকজন জানান,বেশ কিছুদিন ধরে বিদুৎতীক মিটার লাগানো নিয়ে বাপ ছেলের মধ্যে ঝামেলা চলচ্ছে । এই বিদুৎতীক মিটার লাগানো এমন কাণ্ড ঘটিয়েছেন।

জানতে চাইলে রাত ১২টার দিকে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল রাজ্জাক বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত ছেলে বউকে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here