বেলকুচিতে কৃষককে মিনি কম্পাইন্ড হারভেস্টার বিতরন

0
240

খবর৭১:উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের বেলকুচিতে কৃষককে খামার যান্ত্রিকী করণের লক্ষে ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যর মিনি কম্পাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্তরে বেলকুচি কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে খামার যান্ত্রিকী করণের লক্ষে, ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায়, সরকারের উন্নয়ন সহযোগিতায় বেলকুচিতে এই প্রথম রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামের কৃষক আব্দুল কাশেম আকন্দকে মিনি কম্পাইন্ড হারভেস্টার প্রদান করা হয়।

কৃষি খামারের যন্ত্রটি ৭ লাখ ২০ হাজার টাকার মধ্যে সরকার সহায়ায়তা করেণ ৩ লাখ ৬০ হাজার টাকা। বাকী অর্ধেক টাকা কৃষক বহন করে।

বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান, কৃষি অফিসার কল্যান প্রসাদ পাল, রাজাপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার আবু বক্কার সিদ্দিক, এসিআই মটরর্স লিমিটেডের এরিয়া সেলস এক্সিকিউটিব আব্দুল আলিম প্রমুখ।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here