বেনাপোল সীমান্ত হতে হুন্ডির ১,১১,৯০০ ইউএস ডলার উদ্ধার করেছে বিজিবি

0
220

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোল সীমান্ত এলাকা থেকে নগদ ১,১১,৯০০ ইউএস ডলার (হুন্ডি) আটক করেছে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের টহল দল। রবিবার (৬ মে ২০১৮) সন্ধ্যা ৭টার সময় সীমান্তের সাদিপুর এলাকা থেকে এ হুন্ডির চালান উদ্ধার করা হয়। তবে এসময় কোন পাঁচারকারিকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

এ বিষয়ে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক, পিবিজিএম জানান গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর সীমান্তের মেইন পিলার ১৯ এর ১ এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালান হয়। এসময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি হাতে থাকা ব্যাগ ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। তখন টহল দল কর্তৃক উক্ত ব্যাগ তল্লাশি করে নগদ ১,১১,৯০০ ইউএস ডলার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য বাংলাদেশী ৯৩,৯৯,৬০০/- (তিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার ছয়শত) টাকা।

এ সংবাদ লেখা পর্যন্ত আটককৃত ইউএস ডলার বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে একইদিন বিকাল ৪টা ৪০ মিনিটের সময় বেনাপোল কাচা বাজার এলাকা থেকে ৫ হাজার ইউএস ডলারসহ বিল্লাল হোসেন নামে এক পাঁচারকারিকে আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here