বেনাপোল সীমান্তে সাড়ে ৭’শ বোতল ফেন্সিডিল উদ্ধার

0
462

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্তের পৃথক এলাকা হতে সাড়ে ৭’শ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ৪৯ ও ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র সদস্যরা।

শুক্রবার রাতে বেনাপোল-পুটখালী সড়কের শিকড়ি ইটভাটার পাশ থেকে ৬’শ ৫০ বোতল ও পুটখালী গ্রামস্থ ভান্ডারির মোড় কাঁচা রাস্তার উপর হতে ১’শ বোতল ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় বলে জানালেন বিজিবি সদস্যরা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার ওয়াহাব হোসেন জানান, গোপন খব‌রে জান‌তে পা‌রি বেনাপোল সীমান্ত পথে মাদকের একটি চালান পাচার হবে। বর্ণনা মোতাবেক শিকড়ি ইটভাটা এলাকায় অভিযান চালালে পাচারকারীরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৬’শ ৫০ বোতল ফেন্সিডিলের চালান উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপি’র টহল দল পুটখালী গ্রামস্থ ভান্ডারির মোড় কাঁচা রাস্তার উপর হতে মালিকবিহীন ১’শ বোতল ফেন্সিডিলের চালান উদ্ধার করেছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here