বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিল আটক

0
198

খবর৭১:জাহিরুল ইসলাম মিলন,যশোর জেলা প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারত হতে পাচারের সময় ৪২২ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

মঙ্গলবার(২৪জুলাই) ভোরে বেনাপোল সীমান্তের শিখড়ি মাঠ থেকে এ মাদকদ্রব্য জব্দ করেন ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে ভোরে বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে ভারত সীমান্তবর্তী এলাকা শিখড়ি মাঠে ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ হওয়া মাদকদ্রব্য জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here