বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নব-নির্বাচিত সদস্যসহ অবিভাবকদের সংবর্ধনা

0
409

শেখ কাজিম উদ্দিন
বেনাপোল, যশোর প্রতিনিধি:

ইয়ানুর রহমান গত রবিবার (৮ এপ্রিল/১৮) বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য নির্বাচনে স্থানীয় এমপি সমর্থিত প্যানেল বিপুল ভোটের ব্যবধানে মেয়র সমর্থিত প্যানেলকে পরাজিত করে বিজয়ী হওয়ায় উক্ত ম্যানিজিং কমিটির নব নির্বাচিত সদস্য ও অত্র স্কুলের অবিভাবকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বেনাপোল পৌরসভার ৮নং ছোট আঁচড়া ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে বাইপাস সড়কের পাশে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ম্যানিজিং কমিটির নির্বাচিত ৫ সদস্যসহ অবিভাবকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্বাচিতরা হলো- দৈনিক স্পন্দন পত্রিকার বেনাপোল প্রতিনিধি ও বন্দর প্রেস ক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, বেনাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাহাজ্জেল হোসেন, বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আহাদুজ্জামান, বেনাপোলের বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ¦ আজিজুর রহমান ও সংরক্ষিত সদস্য লক্ষী রানী দে।

বেনাপোল পৌরসভার ৮নং ছোট আঁচড়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আক্তার মাহমুদ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধণা অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুজ্জামান।

এসময় প্রধাণ অতিথি বলেন, প্রধাণ মন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ যেমন উন্নয়নের উন্নত শিখরে পৌছাতে শুরু করেছে তেমনি শার্শার এমপি শেখ আফিল উদ্দিনের দক্ষতার কারণে আলোকিত হচ্ছে শার্শাবাসী। যিনি সর্বময় দক্ষ প্রতিনিধি সৃষ্টি করে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শার্শার উন্ননে এগিয়ে চলেছেন। যে উন্নয়নের ধারা অব্যাহত থাকলে অচিরেই শার্শা উপজেলা হবে ডিজিটাল উপজেলা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নাসির উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আলীকদর সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মহাতাব উদ্দিন, বেনাপোল পৌর কাউন্সিলর কামরুন নাহার আন্না, বেনাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান শহীদ, শার্শা উপজেলা বাস্তহারালীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, বেনাপোল পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগের সভাপতি আল মামুন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাবেক সভাপতি আশিকুল ইসলাম পারভেজ, সহ সভাপতি আল ইমরান, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, তাজিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেল, ছোট আঁচড়া ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সভাপতি রয়েল, সাধারণ সম্পাদক সুমন, যুবলীগ নেতা রবিউল ইসলাম, আমিন উদ্দিন খোকা প্রমুখ।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here