বেনাপোল থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

0
271

জাহিরুল ইসলাম মিলন, যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্তের শিকড়ি বটতলা নামক স্থান থেকে বৃহস্পতিবার সকালে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার এসব মালামালের মূল্য ৬৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বেনাপোল বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আমজাদ হোসাইন জানান, চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য গাতিপাড়া সীমান্ত পার করে বেনাপোলের শিকড়ী গ্রামে অবস্থান করছে এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিক্স, ওষুধ ও আতশবাজি উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, উদ্ধারকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here