বেনাপোল চেকপোষ্ট দিয়ে স্বদেশে ১৪ তরুণ

0
268

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : প্রায় দেড় বছর পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে স্বদেশে ফিরল ভারতে জেল খাটা ১৪ তরুন। মঙ্গলবার বেলা ৩ টার সময় দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের বিএসএফ সদস্যরা তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন ও বিজিবির কাছে হস্তান্তর করেন।

ফেরত যুবকরা হলো- রাজশাহীর আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম(২৩), আসরাফ আলীর ছেলে আব্দুল করিম(২৫), হাবিবুর রহমানের ছেলে আলমগীর হোসেন(২১), কামালের ছেলে আব্দুল হালিম(২৬), গোলাম নবীর ছেলে বাবু (২৪), আলাউদ্দীনের ছেলে আজিজুর(২৬), আলমের ছেলে জহিরুল(২৮), ফজলুর রহমানের ছেলে শহিদুল(২১), আকতারের ছেলে ইকবাল(২২), আনারুলের ছেলে সোহেল রানা(২৫), আসরাফের ছেলে সুমন(২০), নওশাদের ছেলে জহিরুল(২৭), আশরাফুলের ছেলে মমিন(২৪) ও আব্দুর রহমানের ছেলে ফুলাল(২৫)।

বেনাপোল পোর্ট থানা পুলিশের এএসআই শাহিনুর রহমান জানান, বিভিন্ন সময় পাচারকারীরা ওই যুবকদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যায়। পরে অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। পরে ব্যাঙ্গালুর সেন্টাল জেলে এক বছর কারাভোগ শেষে তারা মুক্তি পান। এক পর্যায়ে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফেরত আনা হয়েছে। ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here