বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী সামগ্রী আটক

0
314

জাহিরুল ইসলাম মিলন,যশোর জেলা প্রতিনিধিঃ
বেনাপোল সীমান্ত এলাকা থেকে আলাদাা আলাদা অভিযানে ৫৮১ পিস ভারতীয় শাড়ীসহ বিভিন্ন কসমেটিকস পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার ভোরে বেনাপোলের বিভিন্ন এলাকা থেকে ভারত থেকে পাচারের সময় এসব দ্রব জব্দ করে বিজিবি। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

বিজিবি জানায়, গোপন সংবাদের জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণ শাড়ি নিয়ে পুটখালী অভয়বাশ হাওড় পাড় নামক স্থানে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা শাড়ির বস্তা ফেলে পালিয়ে যান। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৮১ পিস ভারতীয় শাড়ী জব্দ করা হয়।

অপরদিকে বেনাপোল সীমান্তের দৌলতপুর এলাকা ভোরে অভিযান চালিয়ে ভারতীয় কোলগেট টুথ পেস্ট ৩৩০টি, ৫৮াট নেহার মেহেদী, ১২১০টি সিলকন মলম, ১০৩ টি দুলহান কেশ কালার ও ৩৪ কেজি চেরি ফল জব্দ করে। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

২১ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সোহেল আহমেদ বলেন, ভারতীয় বিভিন্ন পণ্য আটক করা হয়েছে।আটককৃত পণ্য বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here