বেনাপোলে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ উপলক্ষ্যে আলোচনা সভা ও ওবায়দুল কাদেরের স্বুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

0
361

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি  : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছেন বেনাপোল পৌর সেচ্ছসেবকলীগ।

বৃহস্পতিবার বিকেলে বেনাপোল পৌর আওয়ামীলীগের ছোট আঁচড়া মোড়স্থ পার্টি অফিস প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেনাপোল পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান।

এসময় প্রধান অতিথি নুরুজ্জামান বলেন, বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক ঐতিহাসিক দিন ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানের (রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন। বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেদিনের সেই উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিক-নির্দেশনা। এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। ঝাপিয়ে পড়ে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধে। দীর্ঘ ৯ মাসের মহান এই মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের তাজা রক্ত আর অজস্র মা বোনদের ইজ্জত হারানোর মধ্য দিয়ে বাংলার বীরের জাতি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর লাল সবুজের বিজয় ছিনিয়ে আনে। বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইতিমধ্যে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো স্বীকৃতি দিয়েছেন। এ ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় আমাদের গৌরব ও সম্মান বৃদ্ধি পেয়েছে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ নাসির উদ্দিন, সহ সভাপতি আলীকদর সাগর, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহাতাব উদ্দিন, নেতা স্বপন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাহাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সাহিদুজ্জামান শহীদ, বেনাপোল পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আহাদুজ্জামান বকুল, সেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেল, নেতা রফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি আল মামুন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাবেক সহ সভাপতি আল ইমরান, সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেলসহ পৌর আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here