বেকারির শিঙাড়া খেয়ে প্রাণ গেল মিথিলার, ভাই হাসপাতালে

0
216

খবর৭১ঃবেকারির শিঙাড়া খেয়ে মিথিলা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে তার আপন ভাই নাঈম (৯)।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের পিঁপলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ব্র্যাকে এবং অসুস্থ নাঈম পিঁপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

সূত্র জানায়, নিহত শিশু মিথিলা ও নাঈম পিঁপলা কারিগরপাড়া গ্রামের নুর ইসলাম ওরফে শুকুরের ছেলেমেয়ে। মঙ্গলবার দুপুরে ওই দুই শিশু গ্রামের হাবিলের দোকান থেকে দুটি শিঙাড়া কিনে খায়।

শিশুর দাদা আফজাল হোসেন বিলাপ করতে করতে বলেন, জীবিকার তাগিদে ছেলে এবং ছেলেবউ তিন সন্তান রেখে ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। নাতি-নাতনিরা আমার কাছেই থাকে। ঘটনার দিন বোন মিথিলাকে নিয়ে নাইম পার্শ্ববর্তী হাবিলের দোকানে গিয়ে শিঙাড়া কিনে খায়। ওই শিঙাড়া খাওয়ার কিছুক্ষণ পরই নাতি-নাতনি বমি করতে করতে অসুস্থ হয়ে পড়ে।

মুহূর্তেই দুজন মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক গুরুদাসপুর হাসপাতালে আনা হলে চিকিৎসক নাইমকে হাসপাতালে ভর্তি করলেও মিথিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতাল গেট পার হওয়ার আগেই মিথিলার মৃত্যু হয়। নাইম গুরুদাসপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গুরুদাসপুর হাসপাতালের আবাসিক চিকিৎসক রবিউল করিম শান্ত জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে- খাদ্যে বিষক্রিয়ার কারণে শিশু মিথিলার মৃত্যু হয়েছে। তবে নাঈমের অবস্থা আশঙ্কামুক্ত।

মাহী বেকারির মালিক মো. মোজাম্মেল হক জানান, তার ওইসব খাবার সহস্রাধিক দোকানে সরবরাহ করা হয়। কোথাও থেকে এ ধরনের খবর পাওয়া যায়নি। এ ঘটনা অন্য কোনো কারণে ঘটতে পারে।

গুরুদাসপুর থানার ওসি মো. সেলিম রেজা জানান, ঘটনাটি তিনি শুনেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here