বৃষ্টির পানিতে ভেসে গেলো বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচ

0
379

খবর ৭১ঃ বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার পূর্বাভাস ছিল আগেই। বাস্তবে সেটাই হল। ব্রিস্টলে একটা বলও গড়াল না। ভেস্তে গেল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। এমনকী টসও হতে পারেনি বৃষ্টির জন্য়। শেষ পর্যন্ত খারাপ আবহাওয়ায় ফের একটা বিশ্বকাপের ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গেল। দু’দেশের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দিল আইসিসি।

মঙ্গলবার অর্থাৎ আজ এই ম্যাচে ফেভারিট ছিল বাংলাদেশই। ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে আত্মবিশ্বাসী হয়েই নামার কথা ছিল পদ্মাপারের দেশের দলটির। চার বছর আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল টাইগার্স। এবার তাদের সামনে শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত জয় তাদের মনোবল অনেকটা বাড়িয়ে দিয়েছে। কিন্তু নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের কাছে তাদের হারতে হয়েছে। আজ শ্রীলঙ্কাকে হারিয়ে জয় ফিরতে মরিয়া ছিল বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here