বুড়িমারী স্থলবন্দর টানা ৫দিনের ছুটি ফাঁদে

0
272

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাটঃ
সনাতন ধর্মপ্রিয় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে। বুড়িমারী স্থলবন্দরের আমদানি – রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের আহবায়ক রুহুল আমিন বাবুল জানান, দুই দেশের ব্যবসায়ীদের সম্মতিতে সোমবার (১৫ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) পর্যন্ত ভারতে শারদীয় দুর্গাৎসবের সরকারী ছুটি এবং শুক্রবার (১৯ অক্টোবর) বাংলাদেশের সাপ্তাহিক ছুটি মিলে টানা ৫দিন বন্ধ থাকছে বুড়িমারী ও চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের সকল ধরনের আমদানি – রপ্তানি কার্যক্রম। শনিবার (২০ অক্টোবর) থেকে যথারীতি চালু থাকবে বন্দরের সকল ধরনে কার্যক্রম। তবে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়ত স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার খায়রুল বাশার ছুটির সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তের ভিত্তিতে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমদানি – রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। তবে ইমিগ্রেশনে যাত্রীদের যাতায়ত স্বাভাবিক থাকবে। শনিবার সচল হবে বন্দরের সকল কার্যক্রম।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here