বিশ্বে ৪১ লাখ ছাড়াল করোনা রোগী

0
352
নেত্রকোনার মদনে এসিল্যান্ড ও তার স্ত্রীসহ আরও ১৪ জনের করোনা শনাক্ত

খবর৭১ঃ বিশ্বে ৪১ লাখ ছাড়াল করোনা রোগী, আর মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ৮১ হাজার। ভয়াবহ এ ভাইরাসের সঙ্গে লড়ছে বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০ হাজারের বেশি মানুষ, আক্রান্ত প্রায় সাড়ে ১৩ লাখ। ইউরোপের চারটি দেশের (স্পেন, ইতালি, যুক্তরাজ্য ও রাশিয়া) প্রত্যেকটিতেই রোগীর সংখ্যা ২ লাখের বেশি।

প্রতিটি দেশেই মৃতের সংখ্যা ২৫ হাজারের বেশি। করোনা মোকাবেলায় পাঁচ স্তরের সতর্ক ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে ১ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু দেখল ফ্রান্স। ইতালিতে হাসপাতালে চিকিৎসা নেয়া অর্ধেক রোগীই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ৭টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী- বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৩০ হাজার ৯৯০ জন। মারা গেছেন ২ লাখ ৮১ হাজার ১২ জন। অবস্থা আশঙ্কাজনক ৪৭ হাজার ৫৬৫ জনের। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫৪ হাজার ৭শ’ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ৯৯৭ জন, মারা গেছেন ৪ হাজার ২৪৮, যা আগের ২৪ ঘণ্টায় ছিল ৫ হাজার ৫৫০।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ৪২২ জন। দেশটিতে আক্রান্ত ১৩ লাখ ৪৭ হাজার ৩০৯, মৃত্যু হয়েছে ৮০ হাজার ৫৬ জনের। স্পেনে আক্রান্ত ২ লাখ ৬৪ হাজার ৬৬৩ জন, মারা গেছেন ২৬ হাজার ৬২১ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১৭৯ জনের। ইতালিতে আক্রান্ত ২ লাখ ১৮ হাজার ২৬৮ জন, মারা গেছেন ৩০ হাজার ৩৯৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১৯৪ জনের। যুক্তরাজ্যে আক্রান্ত ২ লাখ ১৫ হাজার ২৬০, মারা গেছেন ৩১ হাজার ৫৮৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩৪৬ জনের। ভারতে করোনা রোগীর সংখ্যা ৬৪ হাজার ১৩৯ জন, মারা গেছেন ২ হাজার ১১৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১৬ জনের।

রাশিয়াতে দুই লাখ ছাড়াল আক্রান্ত : বিশ্বের পঞ্চম দেশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখের কোটা পেরিয়ে গেল রাশিয়ায়। এর আগে যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি ও যুক্তরাজ্যে দুই লাখের বেশি মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার রাশিয়ার করোনাভাইরাস টাস্কফোর্স জানিয়েছে, ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১১ হাজার ১২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৬৮৮ জন। দেশটিতে মারা গেছেন ১ হাজার ৯১৫ জন।

১ মাসের মধ্যে ফ্রান্সে সর্বনিম্ন মৃত্যু : ফ্রান্সে ২৪ ঘণ্টায় ৮০ জনের মৃত্যু হয়েছে। যা গেল এপ্রিলের পর সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। এর মধ্যে নার্সিং হোমে মারা গেছেন মাত্র ৪ জন। বাকি ৭৬ জন হাসপাতালে মারা গেছেন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৩১০ জন। আক্রান্ত ১ লাখ ৭৬ হাজার ৬৫৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৬ হাজার ৩৮ জন।

ব্রিটেনে চালু হচ্ছে পাঁচ স্তরের সতর্ক ব্যবস্থা : লকডাউন শিথিল করতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে নতুন করে পাঁচ স্তরের কোভিড-১৯ সতর্ক ব্যবস্থা চালুর ঘোষণা দেন তিনি। প্রথম স্তরে সবুজ থেকে শুরু করে পঞ্চম স্তরে লাল রঙের সতর্ক সংকেত দিয়ে বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের ঝুঁকির মাত্রা বোঝানো হবে। যাতে সরকার ঝুঁকি বুঝে প্রয়োজনমতো কোনো জায়গায় কড়াকড়ির পদক্ষেপ নিতে পারে। প্রাথমিকভাবে শুধু ইংল্যান্ডে এ ব্যবস্থা চালু হবে। পরে তা যুক্তরাজ্যজুড়ে চালু করার পরিকল্পনা আছে সরকারের। লকডাউন শিথিলের সময় রঙ দিয়ে বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের বেশি বা কম ঝুঁকির মাত্রা বোঝানোর এমন সতর্ক ব্যবস্থা ফ্রান্স, ভারতসহ আরও অনেক দেশই নিয়েছে।

মালয়েশিয়ায় বাড়ল লকডাউন : করোনাভাইরাস মহামারীতে সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে লকডাউনের সময়সীমা আরও ৪ সপ্তাহ অর্থাৎ ৯ জুন পর্যন্ত বাড়াল মালয়েশিয়ার সরকার। কঠোর স্বাস্থ্যবিধি মেনে এ সপ্তাহের শুরুতে শর্তসাপেক্ষে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দেয় সরকার। ২ মাস দোকানপাট বন্ধ থাকার পর ধীরে ধীরে অর্থনৈতিক খাত আবার সচলের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। চতুর্থ দফার বর্তমান লকডাউন ১২ মে শেষ হওয়ার কথা। তার ২ দিন আগে আরও প্রায় ১ মাসের জন্য লকডাউন বাড়ালেন মালয়েশিয়ার প্রধামনমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। এ পর্যন্ত করোনায় মালয়েশিয়ায় আক্রান্ত ৬ হাজার ৫৮৯ জন, মৃত্যু হয়েছে ১০৮ জনের।

ইতালিতে অর্ধেক রোগী সুস্থ : ইতালিতে করোনায় আক্রান্তদের প্রায় অর্ধেক রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ১৮ জন রোগী। এ নিয়ে দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৩ হাজার ৩১ জন। ইতালির স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, তারা খুব শিগগিরই করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সক্ষম হবেন। এছাড়া করোনায় নতুনভাবে আক্রান্ত রোগীদের অবস্থার উন্নতি হয়েছে বলেও নিশ্চিত করেছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here