বিশ্বে প্রথম রেশমের কোরআন শরিফ তৈরি

0
487

খবর ৭১ঃবিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো সম্পূর্ণ রেশম দিয়ে পবিত্র কোরআন শরিফ তৈরি করা হয়েছে আফগানিস্তানে।

আফগানিস্তানে ৩৮ জন খোশনবিশ মিলে দুই বছর ধরে এ কোরআন শরিফ তৈরি করেছেন।

রেশমে অলঙ্করণকৃত এ কোরআন শরিফটি মোট ৬১০টি পৃষ্ঠা রয়েছে। যার ওজন প্রায় ৬ কেজি।

আফগানিস্তানে অবস্থিত ব্রিটিশ ফাউন্ডেশনের সহায়তায় প্রশিক্ষণ নিয়ে এ কোরআন শরিফ তৈরি করেছেন কোশনবিশরা।

ওই দলের নেতা ৬৬ বছর বয়সী খাজা কামারুদ্দিন চিশতি বলেন, আফগানিস্তানে লিপিবিদ্যার দিন শেষ হয়ে যায়নি। সেটা প্রমাণ করা এবং পবিত্র গ্রন্থের সম্মানে এটি করা হয়েছে। অলঙ্করণ আফগানিস্তানের সংস্কৃতিরই অংশ সেটাও প্রমাণ করা হলো।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here