বিশ্বে প্রতিজন মানুষের মাথাপিছু ঋণ ৮৬০০০ ডলার

0
235

খবর ৭১: বিশ্বজুড়ে এখন ঋণের পরিমাণ সব সময়ের মধ্যে সর্বোচ্চ। এর পরিমাণ ১৮৪ ট্রিলিয়ান বা এক কোটি ৮৪ লাখ কোটি ডলার। ফলে গড়ে বিশ্বে প্রতিজন মানুষের কাঁধে ৮৬ হাজার ডলারেরও বেশি ঋণ। আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ এ কথা বলেছে। তারা শুক্রবার আপডেট করেছে ‘গ্লোবাল ডেবট ডাটাবেজ’। তাতেই এসব তথ্য উঠে এসেছে। এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন ডন।
ওই ডাটায় বিশ্বে গড়ে প্রতিজন মানুষের যে ঋণ তা গড় মাথাপিছু আয়েরগ আড়াই গুণেরও বেশি।

২০১৭ সালে বিশ্বজুড়ে যে প্রবৃদ্ধি অর্জিত তার শতকরা ২২৫ ভাগের সমান এই অর্থ। সবচেয়ে বেশি ঋণ আছে যাদের তারা হলো যুক্তরাষ্ট্র, চীন ও জাপান। বিশ্বজুড়ে মোট যে পরিমাণ ঋণ রয়েছে তার অর্ধেকেরও বেশি এই তিনটি দেশের কাছে পাওনা রয়েছে। ১৯৫০ সাল থেকে ১৯০টি অগ্রগামী অর্থনীতি, উদীয়মান বাজার অর্থনীতি ও নিম্ন আয়ের ভারসাম্যহীন দেশের বেসরকারি ও সরকারি সেক্টরের ওপর মোট ঋণ হিসাব করা হয়েছে ওই ডাটাবেজে। এতে যে আপডেট ডাটা তুলে দরা হয়েছে তাতে দেখা যাচ্ছে ২০১৭ সাল নাগাদ বিশ্বজুড়ে ঋণের কি অবস্থা। এতে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বে ঋণের যে অনাকাঙ্খিত অবস্থা তা ফুটে উঠেছে। শুক্রবার প্রকাশিত এসব তথ্যে দেখা গেছে বিশ্বে এখন ঋণের পরিমাণ ১৮৪ ট্রিলিয়ন ডলার, যা অক্টোবরে আইএমএফের অনুমিত হিসাবের চেয়ে ২ ট্রিলিয়ন বেশি।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here