বিশ্বের সবচেয়ে দূষিত ১৫টি শহরের মধ্যে ১৪টিই ভারতের

0
362

খবর৭১:বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডব্লিউএইচও) বিশ্বের ১০০টি দেশের চার হাজারের বেশি শহরের দূষণের একটি সমীক্ষা প্রকাশ করেছে। আজ বুধবার জেনেভায় ওই সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।

এতে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে দূষিত ১৫টি শহরের মধ্যে ১৪টিই ভারতের। আবারো দূষিত শহর হিসেবে শিরোনামে এসেছে দিল্লি।

ডব্লিউএইচও-এর সমীক্ষা বলছে, ভারতের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষস্থান দখল করেছে রাজধানী দিল্লি। মারাত্মক দূষণের তালিকায় ভারতের অন্য শহরগুলো হচ্ছে-কানপুর, ফরিদাবাদ, বেনারস, গয়া, পাটনা, লক্ষ্ণৌ, আগ্রা, মুজাজফরপুর, শ্রীনগর, গুরগাঁও, জয়পুর, পাতিয়ালা, যোধপুর। এরপরেই রয়েছে কুয়েতের আল সালেম এবং চীন ও মঙ্গোলিয়ার কয়েকটি শহর।

সমীক্ষা জানিয়েছে, পুরো বিশ্বে বায়ু দূষণের কারণে মারা যান ৩ কোটি ৮০ লাখ মানুষ। এর মধ্যে দক্ষিণ এশিয়াতেই মৃত্যু হয় দেড় কোটি মানুষের। বায়ু দূষণের কারণে ৯০ শতাংশ মৃত্যুই হয় কম ও মধ্যম আয়ের দেশগুলোতে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here