বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের জীবনদর্শ গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

0
555

খবর৭১: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘মহামানব গৌতম বুদ্ধের বাণী এখনও সমাজে সমভাবে প্রযোজ্য। বর্তমান অশান্ত ও অসহিঞ্চু বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের জীবনদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

রবিবার (২৯ এপ্রিল) বঙ্গভবনে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

এসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের সব ধর্মের মানুষ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

গৌতম বুদ্ধের অহিংস বাণীর কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশে ধর্মীয় উৎসব পালনে এটাই ঐতিহ্যবাহী রীতি।’

বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘যুগ যুগ ধরে এদেশের সব সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠান পালন করছে। এটা আমাদের সম্প্রীতির এক অনুপম ঐতিহ্য।’
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here