বিশ্বম্ভরপুরে নাশকতার মামলায় জামিন পেলেন বিএনপির ৩ নেতা

0
370

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মিথ্যা নাশকতার মামলায় জামিন পেয়েছেন উপজেলা বিএনপির ৩নেতা। তারা হলেন,উপজেলা সেচ্ছসেবক দলের প্রচার সম্পাদক সিরাজ খন্দকার,বিএনপি নেতা নাসির উদ্দিন ও ছাত্রদল নেতা ইয়াহিয়া হাসান রুবেল। জানাযায়,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরোদ্ধে গত ৮ই ফ্রেরুয়ারী মামলায় রায় কেন্দ্র করে উপজেলায় নাশকতার আশংকায় বিশ্বম্ভরপুর উপজেলা সেচ্ছসেবক দলের প্রচার সম্পাদক সিরাজ খন্দকারকে ৭র্ফেরুয়ারী বাঘমারা পয়েন্ট সংলগ্ন নিজ বাসা থেকে,বিএনপি নেতা নাসির উদ্দিন কে উপজেলা সদর থেকে ও ছাত্রদল নেতা ইয়াহিয়া হাসান রুবেল কে কারেন্টের বাজার নিজ ব্যবসা প্রতিষ্টান থেকে ৬ফের্রুয়ারী তাদের আটক করে বিশ্বম্ভরপুর থানা পুলিশ জেল হাজতে প্রেরন করে। পরে ১১র্ফেরুয়ারী তারা সবাই জামিন পান। এর পর আবার ১৪ফ্রেরুয়ারী ১০৭ধারা আবারও তাদের বিরোদ্ধে মামলা দায়ের করে বিশ্বম্ভরপুর থানা পুলিশ। পরে ঐ তিন জন ১৮মার্চ আদালতে হাজিরা দিলে আদালত তাদের জামিন দেন। এবিষয়ে বিশ্বম্ভরপুর উপজেলা সেচ্ছসেবক দলের প্রচার সম্পাদক সিরাজ খন্দকার বলেন,বিশ্বম্বরপুর থানা পুলিশ আমাদের কে অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। আমরা সব সময় দলীয় নেতৃবৃন্ধের নির্দেশে সকল কার্যক্রম কোন প্রকার বিশৃংখলা ছাড়াই শান্তির্পূন ভাবে সকল কর্মসূচি পালন করতে চাইছি। কিন্তু পুলিশ কোন কর্মসূচি পালন করার পুর্বেই আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে জেল হাজতে প্রেরন করছে। কিন্তু বিজ্ঞ আদালত আমরা হাজিরা দিলে আদালত আমাদের জামিন দিয়েছেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here