বিশ্বব্যাপী বর্ণবাদ বিরোধী লড়াইয়ের ডাক

0
322

খবর৭১ঃ পৃথিবী থেকে বর্ণবাদী ভাবাদর্শের শিকড় তুলে ফেলতে বিশ্বব্যাপী লড়াইয়ের ডাক দিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন।

গত শুক্রবার (১৫ মার্চ) দেশটির ক্রাইস্টচার্চের দুটি মসজিদে উগ্র ডানপন্থি এক শ্বেত শ্রেষ্ঠত্ববাদী জঙ্গির গুলিতে ৫০ জন নিহত হয়।

নিউজিল্যান্ডে অভিবাসনের হার বেড়ে যাওয়াই বর্ণবাদকে উসকে দিচ্ছে এমন ধারণাকেও প্রত্যাখ্যান করেছে জেসিন্ডা অ’ডুর্ন। খবর বিবিসি।

জেসিন্ডা অ’ডুর্ন ডানপন্থি জাতীয়তাবাদ প্রসঙ্গে বলেছেন, ‘অস্ট্রেলীয় নাগরিক ঘটনাটি ঘটালেও নিউ জিল্যান্ডের সংখ্যাগরিষ্ঠ নাগরিককে অপমান করে এমন আদর্শ যে নিউজিল্যান্ডে নেই তা বলা ঠিক হবে না।’

তিনি উগ্র ডানপন্থার বিস্তৃতি রোধে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেছেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির দেওয়া স্বাক্ষাৎকারে নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী বলেন, ‘যেখানে এটির অস্তিত্ব আছে সেখান থেকে তা উপড়ে ফেলা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে; আমরা এমন কোনো পরিবেশ সৃষ্টি করতে পারিনা যেখানে এটি (উগ্র ডানপন্থা) বিকশিত হতে পারে’।

তিনি বিশ্ববাসীকে এ লড়াইয়ে শামিল হতে আহ্বান জানান।

বুধবার (২০ মার্চ) থেকে ক্রাইস্টচার্চে নিহতদের শেষকৃত্যের কাজ শুরু হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (১৫ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে জুমার নামাজের সময় মসজিদে হামলা চালায় মুসলিম বিদ্বেষী অস্ট্রেলিয়ান এক নাগরিক। প্রথমে আল নূর মসজিদে হামলা চালায় সে। পরে পার্শ্ববতী লিনউড মসজিদ হামলা চালায়। নৃশংস ওই হত্যাকাণ্ডের পুরো ঘটনা ফেসবুক লাইভে প্রচার করে হামলাকারী। এ ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here