বিশ্বকাপ শিরোপা পাকিস্তানের ঘরে যাবে মনে করেন ভিভ

0
405

খবর৭১ঃ আসন্ন ২০১৯ বিশ্বকাপের পর্দা উঠছে ইংল্যান্ড ও ওয়ালসে। দশটি দেশ অংশগ্রহন করবে এই্ আসরে। বিশ্ব কিংবদন্তি ক্রিকেটাররা তাদের নিজেদের পছন্দমত ভবিষ্যতবাণী দিচ্ছেন কার ঘরে উঠাবে এই শিরোপা। তাদের মধ্যে একজন গত শতাব্দির গ্রেট ক্রিকেটার ভিভ রিচার্ডস। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি মনে করছেন, এবার বিশ্বকাপ জিততে পারে পাকিস্তান। এমন ভবিষ্যতবাণীর পেছনে যুক্তিও দেখিয়েছেন তিনি।

পাকিস্তান দলের সবচেয়ে বড় সমস্যা অধারাবাহিকতা। তবে তারা সবসময়ই আনপ্রেডিক্টেবল, কখন কি করে বসে আগেভাগে আন্দাজ করা কঠিন। ভিভ রিচার্ডসও মনে করছেন, ইংল্যান্ডে আসন্ন বিশ্বকাপে এই পাকিস্তানকে নিয়ে আলাদা করে ভাবতেই হবে।

কারণটাও জানালেন ভিভ। তার মতে, পাকিস্তানের ব্যাটসম্যানরা ভালো করলে এবার বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা আছে তাদের। উদাহরণ হিসেবে তিনি টেনেছেন গত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়কে।

ভিভ বলেন, ‘তাদের প্রতিভা আছে। আমি মনে করি, পাকিস্তানের বোলিং বিভাগ খুবই ভালো। যদি ব্যাটসম্যানরা তাদের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারে, তবে আমার মনে হয় পাকিস্তানের ভালো সুযোগ আছে।’

ওয়ানডেতে পাকিস্তান দলের অধারাবাহিকতাকে বড় সমস্যা মনে করছেন না ভিভ। ক্যারিবীয় দলের সাবেক অধিনায়ক বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার আগেও কিন্তু তারা অধারাবাহিক ছিল। এটা দেখিয়েছে, যদি এই ছেলেরা একত্রে একটি দল হিসেবে খেলতে পারে, তবে কি করতে পারে।’

তবে কি পাকিস্তানকেই সবচেয়ে বড় ফেবারিট ভাবছেন? ভিভ অবশ্য বললেন, চার-পাঁচটি দলের সমান সুযোগ আছে বিশ্বকাপ জেতার, ‘ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে দেখলে আমরা দেখব, ভারত বছরজুড়েই ভালো খেলেছে। পাকিস্তান এগিয়ে এসেছে এবং বিশ্বের বড় বড় দলগুলোকে হারাচ্ছে। এখানে অনেক দল আছে। ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ভালো প্রতিজ্ঞা দেখা যাচ্ছে। ইংল্যান্ড তো সবসময়ই ভালো দল, কিন্তু কিছু কারণে তাদের শেষটা ভালো হয় না। অস্ট্রেলিয়া এমন একটি দল, যাদের প্রতি আপনার সম্মান রাখতেই হবে। নিউজিল্যান্ড হতে পারে ডার্ক হর্স। অনেক দল আছে, চার-পাঁচটি দল আছে যারা বিশ্বকাপ জিততে পারে।’
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here